দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় দিরাই পৌরসভা কার্যালয়ের কনফারেন্স কক্ষে ৪৩ কোটি ৯০ লক্ষ ৯৮ হাজার একশত চুরাশি টাকা বিশ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়।
বাজেটে রাজস্ব আয় ৩ কোটি ৩১ লক্ষ ২০ হাজার। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৩৫ হাজার। রাজস্ব উদ্বৃত ৯ লক্ষ ৮৫ হাজার। উন্নয়ন বরাদ্দ ৪০ কোটি ৬৯ লক্ষ ৬৩ হাজার একশত চুরাশি টাকা বিস পয়সা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৬০ লক্ষ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত ৯ লক্ষ ৬৩ হাজার একশত চুরাশি টাকা বিশ পয়সা। প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় রাস্তা নির্মাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ ২৬ কোটি ৫০ লক্ষ টাকা দেখানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র লিটন চন্দ্র রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, হোসেন, হেলেনা বেগম খেলা, লিয়াকত মিয়া, পংকজ পুরকায়স্থ, জুয়েল তালুকদার, আবুল কাসেম, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহার বানু, মিনতি রানী দাস, পৌর প্রকৌশলী মলয় চক্রবর্তী, হিসাবরক্ষক কর্মকর্তা আশীষ কুমার রায়সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com