হবিগঞ্জ প্রতিনিধি :: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় গিয়ে আট দিন ধরে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের যুবক সৈয়দ উস্তার মিয়া। ঢাকায় কারফিউ জারির তিন দিন পর থেকে তিনি নিখোঁজ বলে তার পরিবার জানিয়েছে।
উস্তার মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মৃত সৈয়দ সিরাজ মিয়ার ছেলে। তিনি এলাকায় ভেটেরিনারি পলি চিকিৎসকের কাজ করতেন। রোববার এ বিষয়টি নিয়ে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
পারিবারিক সূত্র জানায়, উস্তার মিয়া ১৭ জুলাই বাড়ি থেকে ঢাকা যান। ঢাকায় পৌঁছার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে তিনি মগবাজারে নূরজাহান আবাসিক হোটেলে অবস্থান নেন। ওই হোটেল থেকে ২২ জুলাই সকালে ফার্মগেটে খামারবাড়ি তার এক বন্ধুর কাছে যান। ওইদিন সন্ধ্যায় পরিবারের সঙ্গে উস্তারের শেষ কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে রোববার তাকে পাওয়া গেলে সৈয়দ ফারুক আহম্মেদ-০১৭১৫৮৫১১৯৫, ০১৮৪৫৪৪৯৩৬৬ ও সৈয়দ আক্তার মিয়া-০১৭২৮০৫৬৮৪২ নম্বরে যোগাযোগ করার জন্য ফেসবুকে পোস্ট দেওয়া হয়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com