টুডে সিলেট ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে অনেককে গুলি করায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে। তদন্তে বেরিয়ে আসবে গুলি কীভাবে শিশুদের মাথায় বা চোখে লাগলো।
তিনি আরো বলেন, গোটা দেশ থেকে সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত। তাদের নেতা লন্ডনে বসে উসকানি দিয়ে সারাদেশে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়নি। সেনাবাহিনী কোথাও গুলি ছুঁড়েছে এমন খবর আমাদের জানা নেই। এরপরও আমরা চাই তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসুক।
নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানান সেতুমন্ত্রী।
এ সময় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। এ ধরনের বক্তব্য বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। তার বিবৃতিতে মধ্যবর্তী নির্বাচনের কথাও বলেছেন, যা অসাংবিধানিক। এই আহ্বান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছে। তার এমন বক্তব্য শোভা পায় না।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com