আন্তর্জাতিক ডেস্ক :: আল জাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল-গউল ও তার ক্যামেরাম্যান রামি আল-রিফি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার গাজা সিটির পশ্চিম দিকে শাতি শরণার্থী শিবিরে ওই দুই সাংবাদিকের গাড়িতে হামলা হয়।
এতে তারা নিহত হন।
সদ্য নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। হানিয়া হামাসের রাজনৈতিক নেতা। মঙ্গলবার দিবাগত রাতে তিনি ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন। গোষ্ঠীটির দাবি এ হামলা চালিয়েছে ইসরায়েল।
আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ গাজা থেকে জানান, তার দুই সহকর্মীর মরদেহ হাসপাতালে নেওয়ার সময় তিনি সেখানে ছিলেন।
তিনি বলেন, নিহত সাংবাদিক ইসমাই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কষ্ট এবং আহতদের দুঃখ-কষ্টের কথা জানাচ্ছিলেন। পাশাপাশি তিনি গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি দখলদারত্বের চালানো তাণ্ডব নিয়েও খবর দিচ্ছিলেন।
আনাস আল-শরীফ বলেন, আসলে যা ঘটেছে তা বলার ভাষা নেই।
হামলার সময় ইসমাইল ও রামি- দুজনই মিডিয়া পোশাক পরিহিত ছিলেন। তাদের গাড়িতেও শনাক্তকরণ চিহ্ন ছিল। হামলার ১৫ মিনিট আগেই তারা নিউজ ডেস্কে যোগাযোগ করেছিলেন।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com