২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

ডেঙ্গুতে আরও একজনের মৃ’ত্যু, আক্রান্ত ১৯৭

todaysylhet.com
প্রকাশিত ০১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ২৩:১৪:০৫
ডেঙ্গুতে আরও একজনের মৃ’ত্যু, আক্রান্ত ১৯৭

টুডে সিলেট ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৩ জন ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ৫৩, বরিশাল বিভাগে ২৭, খুলনা বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে ৭, ঢাকা বিভাগে ২ ও রাজশাহী বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ হাজার ৫১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী। আক্রান্তদের মধ্যে ৫৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।