নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ১০ লখ টাকার ভারতীয় ঔষধ ও ৪৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩১ জুলাই রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামে আভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় গ্রেপ্তার হন- নাজিম আহমেদ (২৫)। একই রাতে অপর এক অভিযানে নিজপাট ইউনিয়নের চৈলাখেল গ্রামে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী কালে ১২ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হন- মনিরুজ্জামান সোহাগ (৩০)। গ্রেপ্তার দুজনকে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ৩১ জুলাই গোয়াইনঘাট থানা পুলিশ গোয়াইনঘাট ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ লখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের ঔষধ উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তার হন- রবিউল ইসলাম (রবিন (২৩) ও খলিল মিয়া (৪১)। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com