নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
বিকেল চারটার দিকে মহানগরের আখালিয়া মাউন্ড এডোরা হসপিটাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলি, টিয়ার সেল ও সাউন্ড ছুঁড়া হচ্ছে। এর আগে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে জুম্মার নামাজের পর সুরমা আবাসিক এলাকা থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর মদিনা মার্কেট এলাকার দিকে এাগোতে থাকে। আন্দোলনকারীরা বিকেল চারটার দিকে আখালিয়া মাউন্ড এডোরা হসপিটাল এলাকায় এলে পুলিশের সঙ্গে সংর্ঘষ বাঁধে। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ রির্পোট লেখা পর্যন্ত (বিকেল ৫টা ১৫ মিনিট) আন্দোলনকারী ও পুলিশের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com