৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ১০

todaysylhet.com
প্রকাশিত ০২ আগস্ট, শুক্রবার, ২০২৪ ১৭:৩০:৩৪
চার জেলায় সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ১০

টুডে সিলেট ডেস্ক :: দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল পর্যন্ত এসব তথ্য উঠে এসেছে-

নীলফামারী: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার (২ আগস্ট) দুপুরে জেলার সৈয়দপুরের ওয়াবদা মোড় ও কিশোরগঞ্জের রনচন্ডী ইউনিয়নের (জলঢাকা-রংপুর) সড়কের অবিলের বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুরে নিহতরা হলেন- নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাচারী বাজার শাহপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও সিয়াম (২২)।

অপরদিকে, কিশোরগঞ্জের অবিলের বাজার এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসে থাকা দুইজন যাত্রী। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।

নিহতরা হলেন- জলঢাকা উপজেলার উত্তর চেরেঙ্গা হাজীপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মাজিদুল ইসলাম (৪৫) ও দক্ষিণ গয়াবাড়ি মাঝাপাড়া এলাকার মোহাম্মদ নুরুল হকের ছেলে আনারুল ইসলাম।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ও সৈয়দপুর থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী: জেলার আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার কুষ্টিয়ায় মিরপুরের শাকিব (২৩) ও যাত্রী রাজবাড়ী সদরের বসন্তপুরের বিএম নাজিমুদ্দিন (৫০) ও ঘটনাস্থলে নিহত অজ্ঞাত (২৫) যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজবাড়ীমুখী একটি সিমেন্টবোঝাই ট্রাক আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আসে। এ সময় বিপরীত দিকে থেকে ফরিদপুরগামী আমানত শাহ নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে বাসের সামনের অংশ এবং সড়কে পাশের খালে উল্টে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা ট্রাকের হেলপারসহ পাঁচজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চালক ও হেলপাররা পলাতক রয়েছেন।

পটুয়াখালী: জেলার দুমকিতে মালবাহী ট্রাকচাপায় জাকির হোসেন (২৭) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে দুমকি-লেবুখালী সড়কের সাতানী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) বাউফল ব্রাঞ্চের ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামে।

স্থানীয়রা জানান, বাউফল ব্রাঞ্চ থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে দুমকি সাতানী বাইপাস মোড়ে বিপরীত দিকের একটি দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুমকি থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশাল: জেলার গৌরনদীতে কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুরা এলাকার আবু তালেবের ছেলে পিকআপচালক মাহিম (২০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কবিরাজ এলাকার মৃত আব্দুল ফকিরের ছেলে পিকআপের যাত্রী আলেক ফকির (৪৫)।

গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, ঢাকা থেকে বাসা বাড়ির মালামাল নিয়ে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিল একটি পিকআপ। পথিমধ্যে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মাহিম ও পিকআপের যাত্রী আলেক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।