মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের গুলি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন গণকিয়া গ্রামের ঈদন আলীর ছেলে কামরুল ইসলাম ও শিকড়িয়া গ্রামের জব্বার আলীর ছেলে চান্দ আলী। ঘটনায় সময় তারা সীমান্তে মহিষ চড়াচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের সীমান্তবর্তী এক হাজার ৮৪৬ নম্বর সীমানা পিলারের কাছে টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন কামরুল ও চান্দ। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
উন্নত চিকিৎসার জন্য পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাকির হোসেন জানান, গুলিবিদ্ধ কামরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাম হাতে চারটি গুলির ক্ষত রয়েছে।
এদিকে আলীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার হরি জীবন এ ঘটনা সর্ম্পকে অবগত নন বলে জানান। তিনি বলেন, সরকারি কাজে অন্যত্র থাকায় কী ঘটেছে তা তিনি এখনো জানেন না।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com