স্পোর্টস ডেস্ক :: বর্তমান সময়ের ফুটবলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। যা রীতিমতো ফুটবলের ব্লকবাস্টার হিসেবে খ্যাতি পেয়েছেন। স্বাভাবিকভাবে তাদের ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরাও।
ফ্রান্স বনাম আর্জেন্টিনা আরো একবার মুখোমুখি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। তবে এবার অলিম্পিকের মঞ্চে। যেখানে স্বাগতিক ফ্রান্সের মাটিতে মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা।
শুক্রবার ফ্রান্সের মাটমুত আটলান্টিকে ফুটবল বিশ্বের দুই পরাশক্তির হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সম দিবাগত রাত ১টায়। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মিশর–প্যারাগুয়ের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে।
ফ্রান্সের ডাগআউটে কোচ হিসেবে আছেন প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার থিয়েরি অঁরি। অন্যদিকে আর্জেন্টিনার যুবদলের দায়িত্বে ডিফেন্সিভ মিডফিল্ডে খ্যাতি কামানো হ্যাভিয়ের মাশচেরানো। দুই দলেই উদীয়মান তারকার অভাব নেই। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কারা শেষ হাসি হাসে, সেটা দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com