টুডে সিলেট ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিলেট থেকে বন্ধ রয়েছে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল। আন্তজেলা দুএকটি বাস চললেও যাত্রী সংখ্যা খুবই কম।
রোববার সকালে সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, সংঘাতের ভয়ে আজকে বেশিরভাগ চালক বাস নিয়ে রাস্তায় নামতে রাজি হননি। এছাড়া আজ যাত্রীও নেই।
এদিকে, নগরেও স্বাভাবিকের তুলনায় যান চলাচল অনেকটা কম। তবে কিছু রিকশা ও অটোরিকশা চলছে। বন্ধ রয়েছে নগরের বিপনী বিতানগুলো। বেশির ভাগ দোকানও বন্ধ। তবে গলির ভেতরের দোকানপাট খোলা রয়েছে। সব মানুষের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। দেশের কি হবে এ নেয়ে উদ্বিগ্ন সবাই।
নগরের জিন্দাবাজার এলাকার ব্লু ওয়াটার শপিং সিটির ব্যবস্থাপক মলয় দত্ত বলেন, কালকে এই এলাকায় মারামারি হয়েছে। আজকেও সংঘাতের আশংকা আছে। তাই মার্কেট বন্ধ রেখেছি। পরিস্থিতি শান্ত থাকলে বিকেলের দিকে খোলা হতে পারে।
এদিকে, সাড়ে ১১ টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জমায়েতের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তার্ আগে থেকেই দুচারজন করে জড়ো হতে শুরু করেন। বেলা ১২ টার কিছু আগে ওই এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বেঁধে যায়।
অপরদিকে, আওয়ামী লীগও আজ ওয়ার্ডে ওয়ার্ডে শান্তি মিছিল কর্মসুচি ঘোষণা করেছে। ফলে সংঘাতের আশংকা করছেন অনেকে। এনিয়ে নাগরিকদের মধ্যে ভীতি রয়েছে। যদিও নগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গুরুত্বপূর্ন মোড়গুলোতে অবস্থান করছে পুলিশ।