নিজস্ব প্রতিবেদক :: আতংকের কারনে পুরো সিলেট নগরী পুলিশ শূণ্য হয়ে পড়েছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল থেকে এসএমপির প্রতিটি থানায় ও নগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, প্রতিটি থানায় ৫ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
তবে এসএমপিতে মোট কতজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে সেই পরিসংখ্যান তিনি দিতে পারেন নি।
উল্লেখ্য, গত সোমবার ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সিলেট নগরীতে পুলিশ সুপারের কার্যালয়, কোতোয়ালী থানা, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের পর পুরো সিলেট নগরী পুলিশ শূণ্য হয়ে পড়ে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com