৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

add

বৃহস্পতিবার পর্যন্ত যেমন থাকবে সিলেটের আবহাওয়া

todaysylhet.com
প্রকাশিত ০৭ আগস্ট, বুধবার, ২০২৪ ১৭:১৭:১৫
বৃহস্পতিবার পর্যন্ত যেমন থাকবে সিলেটের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক :: মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বর্ষার বৃষ্টিপাত অনেকটাই কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিলেটসহ সারা দেশে কম বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে সিলেট বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত কম থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আগামী দুই দিনেও (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে বৃষ্টিপাত কমবেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।