১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা কর্মকর্তার মতবিনিময়

todaysylhet.com
প্রকাশিত ০৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৩৫:১৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা কর্মকর্তার মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি :: আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছে সেনা কর্মকর্তা মেজর মহিউদ্দিন ফারুকী।

বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা পরিষদ গনমিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেজর মহিউদ্দিন ফারুকী বলেন,এ এলাকা আপনাদের, এলাকার শান্তি- শৃঙ্খলা,সম্প্রীতি বজায় রাখা, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ আপনাদেরই দায়িত্ব। আমরা এসেছি আপনাদের সেবা করতে, আজকের মতো সবসময় আপনাদের সহযোগিতা পাবো সে আমার বিশ্বাস। সবার সহযোগিতায় আমরা আমাদের প্রিয় দেশকে গড়ে তুলবো।

তিনি বলেন, জাতির এ দুঃসময়ে আজকের এ বিশেষ সভায় সকল রাজনৈতিক দল,সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ দেকে সত্যি আমি আনন্দিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক,উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহি উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল কুদ্দুস, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।