নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীতে বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। এতে কমতে শুরু করেছে পণ্যের দাম। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
আজ শুক্রবার (৯ আগস্ট) মহানগরীর মদিনামার্কেট, সুবিদবাজার, রিকাবীবাজার ও আম্বরখানাসহ বিভিন্ন বাজার তারা মনিটরিং করেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন, ট্রাফিক না থাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। দেয়ালে আলপনাসহ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন দিনরাত। এবার তারা বাজার মনিটরিংয়ে কাজে নেমেছেন।
বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা জানান, আজ শুক্রবার অন্তত ৫০ জন শিক্ষার্থী বাজারে এসেছেন। তারা নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে দোকানদারদের অনুরোধ করছেন। কারণ বর্তমানে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের কষ্ট হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে সিলেট নগরীর সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। আম্বরখানা, মদিনামার্কেটসহ বিভিন্ন এলাকায় এক দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম ৫ থেকে ৭টাকা কমেছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com