নিজস্ব প্রতিবেদক :: ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর সিলেটের জেলা ও উপজেলাগুলোতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। একদিনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বাড়িতে ভাংচুর হয়। এদের মধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগ নেতা ইখওয়ান আহমদ ইমনের বাসায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
শনিবার (১০ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউশী এলাকার ইরাদ আলীর ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইখওয়ান আহমদ ইমনের বাসায় হামলা ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত।
জানা যায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর সিলেটের জেলা ও উপজেলাগুলোতে ছাত্র-জনতা ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালায়। শনিবার (১০ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউশী এলাকার ইরাদ আলীর ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইখওয়ান আহমদ ইমনের বাড়িতে একদল দুর্বৃত্ত মিছিল সহকারে এসে তার বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালান। ঘণ্টাব্যাপী এই হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
[caption id="attachment_5034" align="alignnone" width="825"] নেতাকর্মীদের সাথে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা ইখওয়ান আহমদ ইমন।[/caption]
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, দশঘর ইউনিয়নের বাউশী এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। তবে কে-বা কারা এই হামলা করেছে তা জানা যায় নি। তাছাড়া সরকারের পট পরিবর্তনের পর আমাদের থানায় পুলিশের সদস্য সংখ্যা সীমিত থাকায় আমরা ঘটনাস্থলে যেতে পারিনি।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com