নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) উচ্চপদস্থ দুই পুলিশ কর্মকর্তাসহ চারজনকে রদবদল করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে দমন-পীড়নে সমালোচিত উপ-কমিশনার (উত্তর) পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখকে পুলিশ কমিশনার কার্যালয়ে উপ-কমিশনার করা হয়েছে।
আজবাহার আলী শেখের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে। অপরদিকে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজাকে উপ-কমিশনার (উত্তর) হিসেবে বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান শনিবার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
পুলিশ কমিশনার স্বাক্ষরিত আরেক আদেশে সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-নিরস্ত্র) মোহম্মদ মঈন উদ্দিনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com