নিজস্ব প্রতিবেদক :: সরকার পতনের ৬ দিন পর নগরীর যানজট নিরসনে রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ। এর আগে গত ৫ অক্টোবর শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে রাস্তায় আর ট্রাফিক পুলিশকে দেখা যায় নি। এই কয়দিন ছাত্রজনতা রাস্তা যানজটমুক্ত রাখাতে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।
সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এসএমপির মূখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, আজ থেকে আবারো ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের পর জনরোষে পড়ে পুলিশশূন্য ছিলো পুরো সিলেট। এ দিনের পর থেকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ। এ অবস্থায় এগিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার থেকে সিলেটে আনসার বাহিনী এবং কাল থেকে ফায়ার সার্ভিস টিম সিলেট মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com