২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

নবনির্বাচিত মেয়র ফারুকের পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা

todaysylhet.com
প্রকাশিত ১৪ আগস্ট, বুধবার, ২০২৪ ২১:০৭:১৫
নবনির্বাচিত মেয়র ফারুকের পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা

আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ :: দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি প্রক্রিয়ার পর ফারুক আহমদ জকিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ করেন। বুধবার দুপুরে জকিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ দায়িত্ব গ্রহণ ও নব নির্বাচিত মেয়রকে বরণ এবং প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০২১ সালের ৩০ জানুয়ারির নির্বাচনে, ফারুক আহমদ মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি ফলাফল চ্যালেঞ্জ করে ভোট পুনঃগণনার আবেদন করলেও, তৎকালীন সময় কোনো প্রতিকার পাননি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলে, দীর্ঘ আইনি লড়াই শেষে সিলেটের নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর তাকে মেয়র হিসেবে ঘোষণা করে।
ফারুক আহমদ বলেন, ‘জনগণের ভোটের প্রতিফলন ঘটেছে। এ বিজয় পৌরবাসীর বিজয়। সত্যের জয় হয়েছে।’

এর আগে, সাবেক মেয়র আব্দুল আহাদ এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু চলতি বছরের ৫ জুন আদালত সেই আপিল খারিজ করে দেয়। পরবর্তীতে, নির্বাচন কমিশন ফারুক আহমদকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

বুধবার দুপুরে নবনির্বাচিত মেয়র ফারুক আহমদ জকিগঞ্জ পৌরসভায় এসে পৌঁছালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে।