টুডে সিলেট ডেস্ক :: শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে এক সংক্ষিপ্ত মিছিল কর তারা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
এ সময় বিএনপি নেতারা বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এসব হত্যাকাণ্ড চালিয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তাই গণহত্যার দায়ে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরআগে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এতে বলা হয়, আগামী ১৪ ও ১৫ আগষ্ট সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com