২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

১৫ আগস্ট: সিলেটে বিএনপি-ছাত্রজনতা থাকবে মাঠে, আ. লীগের ‘ঘরোয়া’ কর্মসূচি

todaysylhet.com
প্রকাশিত ১৪ আগস্ট, বুধবার, ২০২৪ ২২:০৯:১৩
১৫ আগস্ট: সিলেটে বিএনপি-ছাত্রজনতা থাকবে মাঠে, আ. লীগের ‘ঘরোয়া’ কর্মসূচি


টুডে সিলেট ডেস্ক ::
১৫ আগস্ট ঘিরে সিলেটে মাঠে থাকবে বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মাঠে থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে এই দিনে মাঠে থাকবে না সদ্য ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ‘ঘরোয়া’ কর্মসূচি ঘোষনা করেছে।

জানা গেছে, ১৫ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। দুপুর ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করবে দলটি। এতে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে জেলা ও মহানগর শাখা। এছাড়াও নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় সর্তক অবস্থান থাকতে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমাবেশ করবেন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। একই দিন ছাত্র-জনতাকে নিয়ে মাঠে থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকেই নগরীর কোর্ট পয়েন্ট ও আশপাশ এলাকায় অবস্থান নিবে তারা।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল গালিব বলেন, ছাত্র-জনতার এক মাস বিপ্লবের মধ্যদিয়ে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। ঢাকার পর আন্দোলন বেশি বেগবান হয় বিভাগীয় শহর সিলেটে। কিন্তু হাসিনার পতনের পর পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে গুজব রটিয়ে সাধরণ হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়া হচ্ছে। প্রতিবিপ্লবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ সরকার ১৭ জনের নয়, কোটি ছাত্র-জনতাসহ দেশের ১৮ কোটি মানুষ সরকারের সঙ্গে রয়েছেন। বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে রুখে দেওয়া হবে। আমরা কাল সকাল থেকে শহরে বিশৃঙ্খলঅ ঠেকাতে মাঠে থাকবো।

এদিকে ৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ঘরোয়া কর্মসূচি ঘোষনা করেছে সিলেট আওয়ামী লীগ। সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গত দেড় দশকে এই প্রথম দলটি শোক দিবসে এমন ‘নিবর’ কর্মসূচি করছে। ক্ষমতায় থাকাকালী পুরো আগস্ট মাসেই নানা আয়োজন থাকতো সিলেট আওয়ামী লীগের। এছাড়ও বিভিন্ন পেশাজীবি সংগঠনও এই দিবসটি পালন করতো।