হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সেলুন শ্রমিক রিপন শীল নিহত হওয়ার ঘটনায় সাবেক এমপি মো. আবু জাহিরসহ ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহত রিপন শীলের (৩০) মা রুবি রাণী শীল বৃহস্পতিবার (১৫ আগস্ট) হবিগঞ্জ সদর মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, মামলা এফআইআরভুক্ত হওয়ার পর পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে ‘অসহযোগ আন্দোলনের’ প্রথম দিন বেলা ১২টায় বৃন্দাবন সরকারি কলেজের সামনের রাস্তায় হাজারো ছাত্র-জনতা অবস্থান নেন। তারা টাউন হলের দিকে এলে আওয়ামী লীগ নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালান। এতে সংঘর্ষ বেধে যায়। স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি ছোড়েন। পরে রক্তাক্ত অবস্থায় রিপন শীলকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com