টুডে সিলেট ডেস্ক :: দেশে সড়ক দুর্ঘটনায় চলতি বছরের জুলাই মাসে ৩৭২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২১ জন।
বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির মাসিক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ৯২ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন ময়মনসিংহ বিভাগে।
অন্যদিকে, একটি প্রতিবেদনে দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে বেশ কয়েকটি সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
সুপারিশগুলো হলো-
১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়াতে হবে।
২. চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে।
৩. বিআরটিএর সক্ষমতা বাড়াতে হবে।
৪. পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্ব রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে।
৬. পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে।
৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
৮. রেল ও নৌ পথ সংস্কার করে সড়ক পথের ওপর চাপ কমাতে হবে।
৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
১০. সড়ক পরিবহন আইন-২০১৮’ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com