নিজস্ব প্রতিবেদক :: স্লোগান-বিক্ষোভ-আন্দোলনে আবারো উত্তাল হয়েছে সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্ট। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেটের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের নার্স ও ব্রাদার্সরা।
তাদের দাবি-প্রায় হাসপাতালে অবৈধভাবে নিয়োগ পাওয়া ভুয়া নার্সদের অপসারণ করতে হবে এবং প্রশিক্ষণ সম্পন্ন করা নার্সদের নিয়োগ দিতে হবে।
বেলা ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌহাট্টা পয়েন্টে হাজারো নার্স-ব্রাদার জড়ো হয়ে বিক্ষোভ করছেন। বন্দরবাজার থেকে আম্বরখানা ও মিরবক্সটুলা-রিকাবীবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
আন্দোলনকারীরা জানান, গত সরকারের আমলে অনেক নার্স মাত্র ছয় মাস প্রশিক্ষণ শেষেই দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়েছেন। কিন্তু দায়িত্ব পালনকালে তারা অনেক ভুল করেন। যার দায়ভার এসে পড়ে সিনিয়র নার্সদের উপর। এ অবস্থায় আমরা আন্দোলন নেমেছি। ভুয়া নার্সদের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com