১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

সাংবাদিক তুরাব হত্যার বিচারের দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন

todaysylhet.com
প্রকাশিত ২১ আগস্ট, বুধবার, ২০২৪ ১৮:৩৫:২১
সাংবাদিক তুরাব হত্যার বিচারের দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকারিদের শাস্তির দাবিতে বিয়ানীবাজার পৌরশহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৪টায় বিয়ানীবাজার প্রেস ক্লাব, জার্নালিস্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কবি আহমেদ ফয়সাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আহসান আজরফ জাবুর, রাজনীতিবিদ ছিদ্দিক আহমদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি সাহেদ আহমদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি এহসান খোকন, সাংবাদিক আব্দুল হামিদ, বিয়ানীবাজার ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি খন্দকার লোকমান হোসেন, শিক্ষক মওলানা মুজিবুর রহমান, মাওলানা এম শামছুল আলম, মানবাধিকার কর্মী রুহিন ফরহাদ চৌধুরী, স্পর্শ সোস্যাল মিডিয়ার সভাপতি স্পর্শ সোসাল মিডিয়ার সভাপতি সাইফুর রহমান সাইফ, ছাত্রনেতা তোফায়েল হোসেন ত্বোহা প্রমুখ।

বক্তারা শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকারিদের বাংলাদেশ আইনে সর্বোচ্চ শাস্তি দাবি জানান এবং বিয়ানীবাজার ডাক বাংলো চত্বরকে শহীদ সাংবাদিক তুরাব চত্বর ঘোষণা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

মানববন্ধনে অংশ নেন এবি টিভির বার্তা সম্পাদক আহমদ রেজা চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি মহসিন আহমেদ রনি, তৃতীয় মাত্রার প্রতিনিধি জয়নুল ইসলাম, সাংবাদিক এস আর শহিদ, কাজী ফাইম আহমদ, তাহের আহমদ, মোকাব্বির হোসেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি আবর আমিরাতের দায়িত্বশীল সালেহ আহমদ, মাওলানা আবুল কালাম, জাহিদ হোসেন নুরানিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বাদ আসর ফতেহপুর জামে মসজিদে সাংবাদিক তুরাবের মাগফিরাত কামনা দোয়া মাহফিল ও শিরণি বিতরণ করা হয়। পরে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকরা শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে আহত হন। ওই দিন সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। সাংবাদিক তুরাবের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামে।