২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

সাড়ে ৩ বছর পর ফিরে পাওয়া পদ হারালেন ৬ দিনে

todaysylhet.com
প্রকাশিত ২১ আগস্ট, বুধবার, ২০২৪ ১৮:২২:২৫
সাড়ে ৩ বছর পর ফিরে পাওয়া পদ হারালেন ৬ দিনে

টুডে সিলেট ডেস্ক :: আদালতের রায়ে সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের সাড়ে তিন বছর পর মেয়রের পদ ফিরে পেয়েছিলেন ফারুক আহমদ। শপথ গ্রহণ করে মেয়রের চেয়ারেও বসেন তিনি। কিন্তু মেয়রের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় দিনের মাথায় পদ খোয়ালেন তিনি।

সোমবার (১৯ আগস্ট) জকিগঞ্জ পৌরসভাসহ দেশের সব উপজেলা ও পৌরসভার চেয়ারম্যানদের অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। সরকারের এমন সিদ্ধান্তে শপথ নেওয়ার ছয় দিনের মাথায় মেয়র পদ থেকে অপসারণ হলেনও ফারুক আহমদ। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

অপসারণ প্রসঙ্গে ফারুক আহমদ বলেন, ‘১৩ আগস্ট শপথ নেওয়ার পর ১৪ আগস্ট থেকে দায়িত্বপালন শুরু করি। এরমধ্যে শুক্র-শনিসহ মোট পাঁচ দিন দায়িত্বে ছিলাম। পাঁচ দিনে কেবল গতকাল পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলাম। তখনই পৌরসভার মেয়রদের অপসারণের খবর পাই। এরপর পৌরসভা কার্যালয় ত্যাগ করি।’

ফারুক বলেন, ‘আদালতের শরণাপন্ন হয়ে দীর্ঘদিন পর ন্যায়বিচার পেয়েছিলেন। কিন্তু সরকারের সিদ্ধান্তে সরে যেতে হয়েছে। তবে আমাকে যাতে সুযোগ দেওয়া হয়, সেজন্য আদালতের দ্বারস্থ হবো।’

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ৩০ জানুয়ারি সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ। তাৎক্ষণিকভাবে ফলাফল প্রত্যাখ্যান করে অনিয়মের অভিযোগ তোলেন পরাজিত এই প্রার্থী। পরে বিষয়টি আদালতে গড়ায়। আদালতের আদেশে পুনর্গণনায় বিজয়ী প্রার্থীর চেয়ে ৪ ভোট বেশি পান ফারুক আহমদ। এরপর গত বছরের ২১ সেপ্টেম্বর আদালত তাকে বিজয়ী ঘোষণা করেন।

আদালতের রায়ের ১১ মাসের মাথায় ১৩ আগস্ট পৌরসভার মেয়র হিসেবে শপথ নেন ফারুক আহমদ। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী তাকে শপথবাক্য পাঠ করান।