টুডে সিলেট ডেস্ক :: সিলেট জেলায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কাছে জমাযোগ্য লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের পরিমাণ ৫৪৪টি। এসব অস্ত্র জমা দিতে নির্দেশনা জারি করার পর এ পর্যন্ত ৪৬০টি অস্ত্র জমা পড়েছে, জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত মঙ্গলবার রাত ১২টার মধ্যে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কথা থাকলেও এখনো ৮৪টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট জমাযোগ্য অস্ত্র ৫৪৪টি। এরমধ্যে মেট্টো এলাকায় মোট অস্ত্র ১৯০টি এবং জেলাতে ৩৫৪টি। এরমধ্যে পিস্তল ও রিভলবার ৫৪টির মধ্যে ২১টি জমা পড়েছে। অন্যান্য অস্ত্রগুলো বন্দুক ও অন্যান্য ক্যাটাগরির।
তিনি বলেন, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি। যৌথ বাহিনীর অভিযোনে অস্ত্র উদ্ধার করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে।
তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহানগর এলাকায় জমাযোগ্য ১৯৩টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এরমধ্যে ১৫৬টি জমা করা হয়েছে এবং ৩৬টি উদ্ধার করা হয়েছে। যারা অস্ত্র জমা দেননি, তাদের অভিযানে গ্রেফতার হলে অস্ত্র মামলার আসামি হবেন। বুধবার রাত ১২টার পর থেকে অভিযান শুরু হবে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। তবে এখনো কোনো গ্রেফতার কিংবা অস্ত্র উদ্ধার নেই।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com