আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনে এক রাতে ৬৭ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (০৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দূরপাল্লার শাহেদ ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে তারা ইউক্রেনে ৬৭ ড্রোন হামলা চালিয়েছে। তবে এর মধ্যে ৫৮টি ভূপাতিত করেছে ইউক্রেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ হামলা চালানো হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার এসব হামলা মোকাবিলায় ১১ অঞ্চলের এয়ার ডিফেন্স ইউনিট দ্রুত সক্রিয় করা হয়।
ইউক্রেনের পার্লামেন্ট কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভের পার্লামেন্টের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটিকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় কিয়েভ পর্যন্ত পৌঁছেছে রাশিয়ান মিসাইল বা ড্রোন। এর আগে এমন ঘটনা দেখা যায়নি। কেননা শহরটি সোভিয়েতযুগের ও পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত।
টেলিগ্রামে প্রকাশিত ছবিতে পার্লামেন্ট ভবনের আশপাশের মাটিতে অন্তত ৪টি ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে ভবনের প্রধান প্রবেশদ্বারের সিঁড়ির কাছে একটি টুকরা পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া শ্যাপনেলের আঘাতে ঝাঁঝরা অবস্থায় আরেক টুকরো দেখা গেছে।
কিয়েভ থেকে রয়টার্সের সংবাদদাতারা জানিয়েছেন, শুক্রবার রাত ৩টার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। শহরের কেন্দ্রীয় অংশেও জোরে হামলার শব্দ শোনা গেছে। ফলে বাসিন্দারা ঘুম থেকে জেগে উঠেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলায় হাজার হাজার মিসাইল ও শাহেদ ড্রোন ব্যবহার করেছে মস্কো। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইরানের তৈরি এ ড্রোন ব্যবহার করছে তারা। সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে সহজে চিহ্নিত করতে পারে না।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com