টুডে সিলেট ডেস্ক :: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরীর হাওয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ এশা হাওয়াপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ার পাশাপাশি সরকার পতনের আন্দোলনে শহীদ, আহত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। একইসঙ্গে, দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন, কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেদওয়ান আহমাদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, হাওয়াপাড়া এলাকার মুসল্লী জুরেজ আব্দুল্লাহ গুলজার, আবু দাউদ সুহেল, সালেহ আহমদ বাহার, ফজলে রব শাকিল, স্বপন আহমদ প্রমুখ।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com