নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহপরানস্থ দরগাহ-ই- হযরত শাহপরানের (রহ.) মাজারে তিন দিনব্যাপী (৮ থেকে ১০ সেপ্টেম্বর) পবিত্র ওরস শুরু হয়েছে।
প্রথম দিন রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে কোরআন খতম, জিকির-আজগারের মধ্য দিয়ে খাদিম সৈয়দ আমিনুর রশিদ ও মোহাম্মদ ফিরোজ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দ্বিতীয় দিন (৯ সেপ্টেম্বর) ভক্ত আশেকানদের হযরত শাহপরান (রহ.) এর মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তৃতীয় দিন (১০ সেপ্টেম্বর) বাদ ফজর আখেরী মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে ওরুসের কার্যক্রম শেষ হবে।
প্রতিবছরের ন্যায় এ বছরও হযরত শাহপরান (রহ.) এর মাজারে বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকানগন আগমন করছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু বিধি নিষেধ থাকায় পূর্বের তুলনায় ভক্ত আশেকানদের আগমন তুলনামূলকভাবে কম পরিলক্ষিত হচ্ছে। মাজারে ওরুস উপলক্ষে মজার প্রাঙ্গনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com