নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ৬০ হাজার ৬৯০ টাকা।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চশমা, পোস্তদানা, চা পাতা, বডি লোশন, ক্রিমসহ বেশকিছু পণ্য।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা লামাপুঞ্জি নামক স্থানে অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসময় আনুমানিক ১ কোটি ৩৭ লক্ষ ৬০ হাজার ৬৯০ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় স্কিন সাইন ক্রীম-১৩,৯৯৭ পিস, ভারতীয় চশমা-১৭,৭৬৬ পিস, ভারতীয় মুভ স্প্রে-৬৪৮ পিস, ভারতীয় জনসন ক্রীম-১,০৩৭ পিস, ভারতীয় হোয়াইট টন ক্রীম-১,৭১০ পিস, ভারতীয় কাতান শাড়ী-৫০ পিস, ভারতীয় পোস্তদানা-১৭৮ কেজি এবং ভারতীয় চা পাতা-২৪০ কেজি।
এ সময় মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা মালামাল কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com