২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

জৈন্তাপুরে ২১টি ভারতীয় গরু আটক

todaysylhet.com
প্রকাশিত ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৭:১১:১৩
জৈন্তাপুরে ২১টি ভারতীয় গরু আটক

জৈন্তাপুর প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ২১ টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোর সাড়ে ৫ টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির দায়িত্বপূর্ণ টিপরাখলা-গোয়াবাড়ি নামক সীমান্ত এলাকা হতে ২১ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে গরু ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

 

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানের ভারতীয় ২১ টি গরুর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।