আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের এক যুবক এমপক্সে আক্রান্ত হয়েছে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, এই ধরনটি পশ্চিম আফ্রিকান এমপক্স বলে নিশ্চিত করা হয়েছে। রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।
গত সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্যগুলোতে নির্দেশিকা দিয়েছে এমপক্সের সতর্কতায়।
নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কেউ যদি আক্রান্ত হয় তবে দ্রুত আইসোলেশনের ব্যবস্থা করে দ্রুত হাসপাতালের বিশেষ নিরাপত্তায় রাখতে হবে।
নির্দেশিকায় আরও বলা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের যে প্রজাতির উপর জরুরি অবস্থা জারি করেছে, তাতে আক্রান্ত হননি ওই যুবক।
সম্প্রতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের ‘ক্লেড-১’ প্রজাতি নিয়ে সতর্ক করলেও ওই যুবক ‘ক্লেড-২’ প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। এই প্রজাতিতে ২০২২ সালের জুলাই থেকে ভারতে আক্রান্ত ৩০ জনের সন্ধান মিলেছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com