টুডে সিলেট ডেস্ক :: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন একজন মা। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা একটার দিকে হাসাপাতালের ২২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে এসব শিশুর জন্ম দেন মেরিনা আক্তার (২৮ )।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদার তত্ত্বাবধানে রয়েছে নবজাতক ও তাদের মা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যোজাত নবজাতক পাঁচজনই ছেলেসন্তান। তারা সুস্থ আছে এবং মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে প্রসববেদনা উঠলে দুপুর ১২টায় মেরিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করান। এরপর সিজারের মাধ্যমে পাঁচটি সন্তান জন্ম দেন মেরিনা ।
পারিবারিক সূত্র জানায়, মেরিনা আক্তারের বাড়ি নওগাঁর বদলগাছির শ্রীরামপুর এলাকায়। তার স্বামীর নাম আব্দল মজিদ। তিনি মালয়েশিয়া প্রবাসী। মজিদ-মেরিনা দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে- সুমাইয়া (১০) ও সুরাইয়া (৬)। দুই বোন পেলে নতুন পাঁচ ভাই।
মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান, একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি প্রসূতি মেরিনার। পাঁচ নবজাতক পেয়ে খুশি পরিবারের সদস্যরা।
এদিকে, মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকে রোগীর স্বজনরা ভিড় করেন নবজাতকদের একনজর দেখার জন্য।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, পাঁচ নবজাতক এখন পর্যন্ত সুস্থ আছে। তাদের ও মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com