দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৫ নৌযান শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
রবিবার দুপুরে সুরমা নদীর আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে৷ স্থানীয়রা বাল্কহেডটি আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
মৃত মারফত আলীর ছেলে আলী (৩৫), সায়েল মিয়া (৩২), সমুর আলীর ছেলে কলিম উদ্দিন(৩০), সুফান আলীর ছেলে জুবেদ আলী (৩০) ও কুতুব উদ্দিন (২৮)।
গুরুতর আহত সায়েল মিয়াকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার পাজরের হাড় ভেঙে যাওয়ায় এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোহা বোঝাই একটি বাল্কহেড নৌকা ছাতকের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা স্কুলের আসবাবপত্র বোঝাই একটি ইঞ্জিননৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায় এবং ধাক্কায় নৌকার ৫ শ্রমিক আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং বাল্কহেডটি আটক করে দোয়ারাবাজার থানাপুলিশে সোপর্দ করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com