টুডে সিলেট ডেস্ক :: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, আমরা আজকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাপ করেছি। আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির সঙ্গে। বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা। আমরা এক্সপোর্ট ডাইভারসিফিকেশন এবং বাণিজ্যসহ বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা করেছি। আমরা কর্মপরিকল্পনা নিয়ে এগুবো, তারা সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বৈঠকে সুশাসন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক খাতে ২০২.২৫ মিলিয়ন ডলার সহায়তা দিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র।
এই উন্নয়ন সহযোগিতা চুক্তির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, যে চুক্তি আগে হয়েছিল সেটার সঙ্গে আরও ২০০ মিলিয়ন যোগ করা হয়েছে। আগে যা ছিল তার সঙ্গে এটি যুক্ত হয়েছে। তার মানে আরও বাড়তি অর্থ তারা দেবে।
পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা চেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এগুলো সব আলাপ হয়েছে। পরে বিস্তারিত আলোচনা হবে।
কর সংস্কারের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, সব আলাপ হয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com