গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীর গর্ভে। গ্রামের প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, এশিয়ার মধ্যে প্রাচীনতম মসজিদগুলোর একটি হবে এটি। এক প্রবীণ বলেন, তাঁর দাদাও তৎকালীন সময়ে এটিকে পুরাতন মসজিদ হিসেবে জানতেন। এলাকার অনেকেই মনে করছেন, মসজিদটির বয়স আনুমানিক ৩০০ বছর। তবে মসজিদটির বয়সের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
মসজিদের আঙিনা ও সীমানা প্রাচীর অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। অবশেষে সম্প্রতি মসজিদটিও হারিয়ে গেল সুরমার ভাঙনে। এত পুরাতন একটি মসজিদ রক্ষা করতে না পারা দুঃখজনক মনে করছেন এলাকাবাসী।
এদিকে এলাকার বিশিষ্টজন মনে করছেন, গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদীতে বিগতদিনের অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে স্কুল, মসজিদ, বাড়িঘর বিলীন হচ্ছে সুরমা নদীতে। যেসব এলাকায় নদীভাঙনের প্রকোপ বেশি, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, কংক্রিট, ব্লক (সিসি ব্লক) ফেলে নদীতীরকে মজবুত করা যেত, তাহলে নদীপাড়ের অনেক ঘরবাড়ি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা করা যেত।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com