স্পোটর্স ডেস্ক :: বাংলাদেশ দলের টি-২০ ফরম্যাটে ধারাবাহিকতার অভাব ও পাওয়ার হিটিং দুর্বলতা নতুন কোনো বিষয় নয়। চলতি বছর ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পর টি-২০ এশিয়া কাপে এটি প্রকটভাবে ফুটে ওঠে। তবুও ওপেনার মুর্শিদা খাতুনের দাবি, দলে এখন পাওয়ার হিটার রয়েছে। বিশ্ব আসরে ভালো খেলার প্রত্যাশাও তার কথায় ঝরে পড়ল।
বিসিবি আয়োজিত মিডিয়া সেশনে মঙ্গলবার গণমাধ্যমকর্মীরা নিয়েছেন বিশ্বকাপে খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকার। এরই একপর্যায়ে মুর্শিদা জানান নিজের প্রতিক্রিয়া।
তিনি বলেন, ‘বিগত সময়ে শুনেছি বা আমরা জানতাম যে আমাদের পাওয়ার হিটার নাই। আমাদের বেশ কিছু পাওয়ার হিটার এখন দলের মধ্যে আছে। সিঙ্গেল খেলার যোগ্যতাটাও অনেকের আছে। তারা স্ট্রাইক রোটেট করবে। ঐভাবেই আমাদের দলটাকে গোছানো হয়েছে যে কেউ পাওয়ার হিট করবে, কেউ সিঙ্গেল খেলবে। আশা করি ভালো কিছু হবে।’
‘ম্যাচ বাই ম্যাচ আমাদের অবশ্যই ভালো খেলার লক্ষ্য থাকবে। দল ভালো অবস্থায় রয়েছে। সর্বশেষ শ্রীলংকাতে (এ দলের হয়ে) কিছু ম্যাচ খেলেছি। ঐখানে আমাদের ব্যাটিং ও বোলিংয়ে ভালো পারফরম্যান্স ছিল। আশা করি, ঐ অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে ভালো করতে পারবো।’
রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে এবারের বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। টাইগ্রেস এই ওপেনারের বিশ্বাস, ভিন্ন দেশে আসর হলেও খেলোয়াড়রা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবেন।
‘আমাদের অধিকাংশ খেলা শারজাহতে হবে। সম্প্রতি খেলা হয়েছে (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ), আমরা খেলাগুলো দেখেছি। কোচ ও টিম ম্যানেজার বলেছে, আমাদের কন্ডিশনের মতোই হবে। আশা করি স্পোর্টিং উইকেটি হবে। সেক্ষেত্রে মনে হয় না আমাদের খুব বেশি সমস্যা হবে, মানিয়ে নিতে পারবো।’
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com