নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরকে যানজটমুক্ত ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে অভিযান শুরু করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানের সিলেটে প্রথম দিনেই দুই শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ-কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে বন্দরবাজার আশপাশ সড়ক, টিলাগড়, পাঠানটুলা, আম্বরখানা পয়েন্ট, দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর ও চন্ডিপুল এলাকায় একযোগে অভিযান শুরু করা হয়। এসময় বিভিন্ন ধরনের অন্তত দুই শতাধিক যানবাহনের উপর মামলা দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফিরাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইন এবং সড়ক পরিবহন আইনে মামলা এবং রেকারিং করা হয়। এছাড়াও মহানগরের ২৪টি পয়েন্টে এই রুটিন কার্যক্রম চলবে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।