নিজস্ব প্রতিবেদক :: নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান করেছে সিলেট সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক মেয়রের আত্মগোপনের সুযোগে ফের ফুটপাতে নেমে পড়ে হকাররা। এরপর মেয়র বরখাস্ত এবং সিসিকের নিরবতার সুযোগে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠে তারা। ফুটপাতের পাশাপাশি অর্ধেক রাস্তার দখল করে দোকানদারী করায় নগরজুড়ে বাড়ছে যানজট। ফলে জনমনে বাড়ছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে জনদাবীর প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে সিসিক।
জানা গেছে, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ফুটপাত ও রাস্তাঘাট দখলমুক্ত করতে নগরীর লালদিঘীরপাড়ে হকার পুনর্বাসনের উদ্যোগ নেন। সেখানে অস্থায়ী হকার মার্কেট নির্মাণের ঘোষণা দেন। শেষ সময়ে প্রশাসনিক অসহযোগিতার কারণে ভেস্তে যায় আরিফুল হক চৌধুরীর সেই উদ্যোগ। এরপর সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেন। নগরভবনের পেছনের লালদিঘীরপার মাঠে তাদের পুনর্বাসনের জন্য শেড তৈরি করে দিয়ে সেখানে বসিয়ে সড়ক ও ফুটপাতকে জঞ্জালমুক্ত করেন। এরপর থেকে সেখানেই বসতেন হকাররা। যদিও জুলাই মাসের মাঝামাঝি সময়ে রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে ফের ফুটপাত ও রাস্তায় চলে আসেন হকাররা। ৫ আগস্টের পর থেকে নগরজুড়ে ফুটপাত ও রাস্তা দখলের মহোৎসব শুরু হয়ে যায়।
এবার মেয়রবিহীন প্রশাসকের নিয়ন্ত্রণাধীন নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ মঙ্গলবার দুপুর থেকে পুলিশ-প্রশাসনকে নিয়ে উচ্ছেদ অভিযানে নামে সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com