টুডে সিলেট ডেস্ক :: ২০২২ থেকে চলতি বছরের প্রথম দিকে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানে গ্রেপ্তার করা ৩২ জনকে জামিন দিয়েছেন আদালত। রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২২ থেকে চলতি বছরের প্রথম দিকে রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলা থেকে গ্রেপ্তার ৩২ জনের জামিনের আবেদন করা হয়। আদালত চারটি মামলায় গ্রেপ্তার ৩২ জনকে আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন।
সরকারি কৌঁসুলি ইকবাল করিমও ৩২ জনকে জামিন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন। সূত্র: ঢাকা টাইমস ২৪
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com