নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ফের অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। বালু ভর্তি একটি ট্রাকে করে এই চিনিগুলো সিলেট শহরে আসছিলো বলে জানা গেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকটিকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশীকালে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনি উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় চিনি শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা চিনি কাস্টমস শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়। সীমান্তে চোরাচালান বন্ধে এধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একই দিন কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল, পশু ও মদ জব্দ করে বিজিবি।
অভিযানে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ৫৩৮ বস্তা বা ২৬ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনি, ১৬৭ বোতল ভারতীয় মদ ও ১০০০ কেজি বাংলাদেশি রসুন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ১৬ টি বড় আকারের মহিষ জব্দ করা হয়।
এরআগে ১৮ সেপ্টেম্বর সিলেট-তামাবিল সড়ক দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা বালুবাহী ট্রাক থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান আটক করেছিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com