শান্তিগঞ্জ প্রতিনিধি :: ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বীরগাঁও বাজার এলাকায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নুর কালামের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নুরকালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ের তা সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি মীমাংসা হলেও এই ঘটনার জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন।
এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। এবং সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com