শাবিপ্রবি প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীদের সহপাঠীরা।
মঙ্গলবার বিকাল ৪টায় ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় এ প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অন্তিক চৌধুরী, গণিত বিভাগের সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের মাহবুবুল ইসলাম পবন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের কিরন হাওলাদার।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। যেখানে আমাদের ক্যাম্পাসের কিছু ছাত্রলীগের নেতাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের নাম দেওয়া হয়েছে। মামলার এজাহারে যেসব শিক্ষার্থীর নাম দেওয়া হয়েছে তারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ন্যায্য দাবির জন্য যে শিক্ষার্থীরা লড়াই করলো মামলাতে তাদের নাম অন্তর্ভুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, পূর্বে ফ্যাসিস্টরা যেভাবে হয়রানীমূলক মিথ্যা মামলা দিত, এটিও ঠিক তেমনি একটি মামলা। দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা থেকে সাধারণ শিক্ষার্থীদের নাম সরিয়ে নিতে হবে। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে মামলার সাথে কারা জড়িত এবং কোনো উদ্দেশ্য এগুলা করছে তা সনাক্ত করার।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে হামলার শিকার হন মারুফ আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন আহত ব্যক্তির চাচা মো. কামাল পারভেজ। এতে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজীবুর রহমান এবং অন্যান্য কয়েকজন নেতাসহ ৩১ জন শিক্ষার্থী ও ৮ জন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সর্বমোট ৭৯ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া মামলাটিতে অজ্ঞাতানামা আরও ১শ’ ৫০ থেকে ২শ’ জনকে আসামি করা হয়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com