নিজস্ব প্রতিবেদক :: সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে মহিষ ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা ছনখইর ও সিলেটের গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ১৬টি ভারতীয় মহিষ, ২৭ হাজার কেজি চিনি, মদ, রসুন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির এ কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেয়া হবে।