হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবলে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১ জন নিহত ও আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার সকালে উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহতের নাম ওয়াহিদ মিয়া (৩২)। তিনি বাবনাকান্দি গ্রামের ইছহাক উল্লার ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী রফিকউল্লাহর ছেলে আরজু মিয়ার সঙ্গে তার আপন ভাই আব্দুল হাইর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ সকাল সাড়ে ৮টার দিকে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমান জানান, জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে ওয়াহিদ মিয়া নামে একজন মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিয়ে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com