স্পোর্টস ডেস্ক :: রিয়াল মাদ্রিদে সময়টা ভালোই কাটছিল কিলিয়ান এমবাপ্পের। কিন্তু বেরসিক চোট তার 'সুখ' কেড়ে নিল। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, থাই ইনজুরির সমস্যায় ভুগছেন এমবাপ্পে। কমপক্ষে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
গতকাল মঙ্গলবার লা লিগার ম্যাচে আলাভেসের মুখোমুখি হয়েছিল রিয়াল। ৩-২ গোলে জেতা ম্যাচে একটি গোল করেছেন এমবাপ্পে। যা তার টানা পঞ্চম ম্যাচে গোল। এই ৫ ম্যাচে ৭ গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে অস্বস্তি লাগলে ৮০তম মিনিটে বদলি হন এমবাপ্পে।
ম্যাচ শেষে এমবাপ্পের চোটের বিষয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ম্যাচ শেষে এমবাপ্পে আঘাত পাওয়ার ব্যাপারটি জানায়। কোনো ধরনের সমস্যা এড়ানোর জন্যই সে বদলি হতে হয়ে চেয়েছে। ’
বদলি হলেও অবশ্য ইনজুরি থেকে রক্ষা পাননি এমবাপ্পে। লস ব্ল্যাঙ্কোসরা বিবৃতিতে লিখেছে, ‘এমবাপ্পের বাঁ পায়ের ফেমোরাল বাইসেপে তার চোট ধরা পড়েছে। ’ তবে ঠিক কতদিনের জন্য ছিটকে গেলেন এমবাপ্পে, তা জানায়নি রিয়াল।
তবে স্প্যানিশ মিডিয়ার দাবি- চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে, লা লিগায় আতলেতিকো মাদ্রিদ ছাড়াও ভিয়ারিয়ালের ম্যাচটি খেলতে পারবেন না তিনি। এমনকি মিস করতে পারেন অক্টোবরের নেশন্স লিগের ম্যাচও।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com