টুডে সিলেট ডেস্ক :: গত ১৯ জুলাই ছাত্র-আন্দোলন চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গেটে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ হামলার অভিযোগে দায়ের করা মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে এতে আসামির তালিকায় কয়েকজন নিরপরাধ শিক্ষার্থী রয়েছেন বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) ওই হামলায় আহত মারুফ আহমেদের পক্ষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মো. কামাল পারভেজ (৪৩)। এতে শাবিপ্রবির ৩১ শিক্ষার্থীসহ ৭৯ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শাহেদ আহমদ।
শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মামলার আসামিদের বেশিরভাগই সংগঠনটির নেতাকর্মী। এর মধ্যে শিক্ষার্থী ছাড়াও দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাও রয়েছেন। তবে আসামিদের তালিকায় নিরপরাধ শিক্ষার্থীও রয়েছেন বলে দাবি করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
মামলায় ২ নম্বর সাক্ষী হিসেবে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেনকে রাখায় শিক্ষার্থীরা বিষয়টি সন্দেহের চোখে দেখছেন।
যদিও এক ফেসবুক পোস্টে ফয়সাল বলেন, ‘আমি এই বিষয়ে অবগত নই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের কেউ এ বিষয়ে অবগত নয়। আমরা যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নিবো।’
মামলায় বাদী পক্ষের আইনজীবী শাহেদ গণমাধ্যমকে বলেন, মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে। এখনো এফআইআর হয়নি। যদি কেউ নিরপরাধ থাকে, আসামির তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে।