টুডে সিলেট ডেস্ক :: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলে মাঠ কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক চিঠিতে মাঠ কর্মকর্তাদের এমন হুঁশিয়ারি দেন তিনি। এর আগে মাঠ কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি বৈঠক করেন ইসি সচিব।
বৈঠকের পর তিনি লিখিত নির্দেশনায় বলেন, সব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যথা সময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। এক্ষেত্রে কোনো রকম অনিয়ম বা শিথিলতা বরদাশত করা হবে না। বর্তমানে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম না থাকায় অনিষ্পন্ন আবেদন নিষ্পন্নের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি কার্যালয়ের পরিবেশ জনসেবাবান্ধব করতে হবে।
এছাড়া নতুন ভোটার, জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে প্রয়োজনীয় দলিলাদির তালিকা প্রদর্শন ও প্রচারের ব্যবস্থা করার প্রতি জোর দেন তিনি। এক্ষেত্রে স্থানীয় প্রেসক্লাবসহ অন্যান্য গণমাধ্যমের সহযোগিতা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
অন্যদিকে জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়গুলো তুলে ধরতে এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকেও কেন্দ্রীয়ভাবে লিফলেটের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা নিতে বলেন তিনি।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com