টুডে সিলেট ডেস্ক :: অস্ত্র উদ্ধার অভিযানকালে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় ২৫ জনের নামে দুটি মামলা করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশ ও সেনাবাহিনী বাদী হয়ে পৃথক মামলা করেছে বলে জানান চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।
তিনি বলেন, সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং এসআই আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেছেন। মামলা দুটিতে ১৭ জনের নাম উল্লেখ করে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম সারোয়ার হত্যার ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর আসামিসহ অজ্ঞাতদের শনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
মঞ্জুর কাদের বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে বুধবার সেনাবাহিনীর হাতে আটক হওয়া ছয়জনকে পুলিশ আদালতে প্রেরণ করেছে।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। খবর পেয়ে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানিক দল ঘটনাস্থলে যায়। এ সময় এক ডাকাতের ছুরিকাঘাতে তানজিম নিহত হন।
পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ৬ জন ডাকাতকে আটক করেন। এ সময় একটি পিকআপ গাড়ি জব্দ, একটি মোটরসাইকেল, একটি বন্দুক ও ছোরা উদ্ধার করা হয়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com